‘ও লেভেল’ পরীক্ষা এবং পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন ২০ দলীয় জোট ও ছাত্রদলের ডাকা হরতাল- অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ও লেভেল পরীক্ষা ২০ দল ও ছাত্রদল ঘোষিত অবরোধ ও হরতালের কর্মসূচির আওতায় পড়বে না। ও লেভেল পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতালের আওতামুক্ত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।