দিনাজপুরে ৭ পুলিশ সদস্য আহত

0
1080
Print Friendly, PDF & Email

দিনাজপুরে অবরোধে দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশের এএসআই সহিদুল ইসলাম ও কনস্টেবল আলামিনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিনাজপুর-দশ মাইল মহাসড়কে পুলিশের এএসআই সহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পিকআপ ভ্যানে অবরোধে নাশকতা রোধে দায়িত্ব পালনের সময় একটি রোগীবাহী এম্বুলেন্স সজোরে ধাক্কা দেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি দুর্ঘটনা কবলিত হয়। এতে এএসআই সহিদুল ইসলাম, পুলিশের পিকআপ চালক হাসান, কনস্টেবল আলামিন, মেহেদী, শফিকুল, বাবলু ও ধীরেশ আহত হয়।

শেয়ার করুন