চুয়াডাঙ্গা শহরে পুলিশ ভ্যানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন গাড়িচালক কনস্টেবল জিন্নাত আলী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোর্টমোড়ে এক নম্বর পানির ট্যাংকির সামনের রাস্তায় এ হামলা হয়। পুলিশ সুপার ওই হামলার জন্য অবরোধকারীদের দায়ী করে তাদের ধরতে রাতেই অভিযান শুরু করার কথা জানিয়েছে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা সদর থানায় রাতের খাবার দিয়ে ভ্যানটি নিয়ে জেলা পুলিশ লাইনে ফেরত যাচ্ছিলেন চালক জিন্নাত আলী। কোর্টমোড়ে যেতেই হঠাৎ বিকট শব্দে একটি বোমা ভ্যানের সামনের অংশে লেগে বিস্ফোরিত হয়। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আরো একটি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে কনস্টেবল জিন্নাত আলীর ডান হাত থেকে ডান উরুর বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম আহত কনস্টেবলকে দেখতে যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ রানা বাংলামেইলকে জানান, জিন্নাত আলী আপাতত আশঙ্কামুক্ত।