বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার দায় খালেদা জিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার দুপুরে এ মন্তব্য করেন হানিফ। বিএনপি নেতাদের খালেদা জিয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, বিএনপি নেতাদের বলব, সতর্ক থাকুন। মতায় থাকার জন্য খালেদা জিয়া কালনাগিনীর রূপ ধারণ করেছেন। ক্ষমতায় যাওয়ার জন্য তিনি নিজ দলের নেতাকর্মীদের ওপরও হামলা করতে পারেন। ক্ষমতায় যাওয়ার জন্য তিনি যে নীলনকশা শুরু করেছেন, গতকাল (মঙ্গলবার) বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলা তারই অংশ বলে আমরা মনে করি। খালেদা জিয়াকে হত্যার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া দেশের বর্তমান উন্নয়নের যাত্রা ব্যাহত করতে মরিয়া হয়ে লাশের রাজনীতি করছেন। খালেদা জিয়া বুঝতে পেরেছেন দেশের উন্নয়নের যাত্রা ব্যাহত করতে না পারলে তিনি ক্ষমতায় আসতে পারবেন না। কারণ দেশের মানুষ তার দলের দিকে ফিরেও তাকাবে না। তিনি বুঝতে পেরেছেন যে, তার পায়ের তলায় মাটি নেই। তাই তিনি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। রিয়াজ রহমানে ওপর হামলা তারই অংশ। আওয়ামী লীগের এই নেতা বলেন, যে কোনো রাজনৈতিক দলের নেতার ওপর হামলা আমরা কখনো সমর্থন করি না। গতকাল (মঙ্গলবার) বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলার পর বিএনপি যে বিবৃতি দিয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই বিবৃতির মধ্য দিয়ে খালেদা জিয়া গত কয়েক দিনের অবরোধে যে তাণ্ডব হয়েছে তার দায় স্বীকার করে নিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি কী চায় সেটাই তো তারা জানে না। তাদের একেকজন নেতা ভিন্ন ভিন্ন কথা বলছেন। কারণ বিএনপির সবকিছু জানেন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এই মা-ছেলের ল্য হল দেশকে ব্যর্থ করে দেওয়া। খালেদা জিয়া দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। বোমাবাজি করে মানুষ হত্যা করা হচ্ছে। কী কারণে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, দেশের মানুষ তা জানতে চায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. আব্দুস সোবহান গোলাপ, আব্দুস সাত্তার, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।