গভীর রাতে চলন্ত বাসে বোমা হামলা

0
722
Print Friendly, PDF & Email

গভীর রাতে চলন্ত বাসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক যুবক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুঁড়লে এ ঘটনা ঘটে। বোমার আগুনে দগ্ধ হয়েছেন ওই বাসের এক যাত্রী। আহত হয়েছেন আরও দুই জন। নিহত পারভেজের (২৫) বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি রংপুরে রট আয়রনের কাজ করতেন। পুলিশ জানিয়েছে, রোববার মধ্যরাতে উপজেলার কালিতলা ব্রিজের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়লে তাতে আগুন ধরে যায়। এতে বাসের এক যাত্রীর শরীরে আগুন ধরে যায়। আতংকে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে রাস্তায় লাফিয়ে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান পারভেজ। আহত হন অন্য দুজন।

শেয়ার করুন