চট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষিকা অঞ্জলী দেবীকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে কলেজে যাওয়ার পথে বন্দরের চকবাজার থানার তেলপট্টি মোড়ে তাকে ছুরিকাঘাত করে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহির জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।