জেলার কুলাউড়া উপজেলায় যাত্রীবাহী বাসে আগুন ও ভাঙচুর করেছে অবরোধকারীরা। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাসের যাত্রী সাব্বির আহমদ জানান, কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি বাস ঢুলিপাড়া এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় অবরোধকারীরা সিএনজি চালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করেছে। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে অর্ধেকের বেশি বাসটি পুড়িয়ে গেছে। বাসটি ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে কুলাউড়া থানার হেফাজতে রাখা হয়েছে। আহতদের মধ্যে,অমুরুজ্জামান (৩২),শাহিদ মিয়াসহ (২৮) আরও তিনজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।