নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। গত কয়েকদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিজিবিও টহল দিয়েছে রাজধানীর সড়কে। তবে এরমধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল ফাটিয়ে জনমনে সৃষ্টি করেছে আতঙ্ক।