পটুয়াখালীর বাউফল উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বললেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’। তার বক্তব্যের এ অংশ “টক অফ দ্য টাউনে’ পরিণত হয়েছেন তিনি। সাধারণত, বিএনপি নেতাকর্মীরা তাদের বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে থাকেন। আওয়ামী লীগ সমর্থকরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন। সোমবার সন্ধ্যায় বাউফলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘আন্ত-উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উদ্বোধনী বক্তৃতার শেষ পর্যায়ে আ স ম ফিরোজ এমপি বলেন, ‘যারা এ আয়োজন করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেন এ ধরনের খেলা হয় এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।’ ভুল বুঝতে পেরেই আবার তিনি ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ বলে খেলার উদ্বোধন ঘোষণা করে বক্তৃতা শেষ করেন। এর আগে গত বছর এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্টের বদলে ক্যাশ চেয়ে সমালোচিত হয়েছিলেন হুইপ।






