সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়ায় অবরোধকারীদের হামলায় ইসমাইল হোসেন (৩৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে হামলার ঘটনায় আহত হন ইসমাইল। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান। নিহত ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের শমসের ফকিরের ছেলে। আহত অটোরিকশা চালকের নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্বর থেকে অটোরিকশায় করে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন ইসমাইল। পথে শ্যামলিপাড়ায় পৌঁছুলে অবরোধকারীরা অটোরিকশাটি ভাঙচুর করে। এসময় যাত্রী ইসমাইল ও চালক আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগায় ইসমাইলকে প্রথমে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।