সিংড়ায় পুলিশি পাহারায় বিএনপির বিশাল মিছিল সমাবেশ

0
852
Print Friendly, PDF & Email

জেলা প্রতিনিধি(নাটোর,০৫ জানুয়ারি): সিংড়া পৌর বিএনপির সভাপতি ও ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজি বলেছেন, আ’লীগ সরকার সন্ত্রাস ও মিথ্যা মামলার রাজনীতিতে ব্যস্ত। ভোটার বিহীন তামাশার নির্বাচন করে দেশে গণতন্ত্র হত্যা করেছে। দেশনেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ ও গণ গ্রেফতার করে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার ঘোষিত কর্মসূচী অনুযায়ী লাগাতার অবরোধে রাজপথে থেকে অবৈধ সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল শেষে বাসষ্ট্যান্ডে সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মেয়র শামিমের নেতৃত্বে পুলিশি পাহারায় এক বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় শ্রমিকদলের নেতা আবুল হোসেন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাখা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

শেয়ার করুন