ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুর বিভাগে বুধবার হরতাল

0
798
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুর বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু লালমনিরহাটে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। দুলু বলেন, ‘মির্জা ফখরুলকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় সর্বাত্মক হরতাল পালন করবে রংপুর বিভাগের বিএনপি।’ তিনি আরও বলেন, ‘রংপুর বিভাগের কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে ‘স্বৈরাচার’ হাসিনা সরকার চলমান আন্দোলন দমাতেই গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করা হলেও বিএনপির আন্দোলন থেমে থাকবে না। রংপুর বিভাগ থেকেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হলো।’ অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

শেয়ার করুন