ফরিদগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে শিশুসহ বুলেটবিদ্ধ ৪

0
353
Print Friendly, PDF & Email

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চারজন রাবার বুলেটবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে আবু তাহের (১০) নামে একটি শিশু রয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আহতদের মধ্যে শিশু আবু তাহের, মানিক মিয়া (৩০) ও হুমায়ুন মোল্লাকে (২৭) চাঁদপুর সরকারি জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, বিএনপি নেতাকর্মীরা দুপুরে মিছিল নিয়ে বর্ডার বাজার এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ জন আহত হয়। এদের মধ্যে শিশুসহ অন্তত চারজন বুলেটবিদ্ধ রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ৫ জানুয়ারি বিএনপিসহ ২০ দলের ডাকা ‘গণতন্ত্র হত্যা দিবসে’ চাঁদপুরের রাজপথে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে পারেনি। তবে একই দিন আওয়ামী লীগের ডাকা কেন্দ্রীয় কর্মসূচি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুপুর ১টার দিকে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাও করে তারা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন। জানা গেছে, দুপুর ২টার পর থেকে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ সন্ধ্যা পর্যন্ত রাজপথে অবস্থান করবে। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল করবে বিএনপি।

শেয়ার করুন