তামিমের হাঁটুতে অস্ত্রোপচার

0
170
Print Friendly, PDF & Email

জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের হাঁটুতে অস্ত্রোপচার হচ্ছে আজ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। অস্ত্রোপচারের পর হাসতাপালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি নিজেই ফেসবুকে আপলোড করে দিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার। গত শুক্রবার রাতেই অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া উদ্দেশ্য ঢাকা ছাড়েন তামিম ইকবাল। আজ সকালে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং তামিমের চোট পরীক্ষা করেন। এরপর তার হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলামেইল২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। দেবাশিষ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং তামিম ইকবালের হাঁটুতে অস্ত্রোপচার করছেন আজ। সকালে তামিমের সাক্ষাৎকার নেওয়া ছিলো ডেভিড ইয়াং সাথে। সুতরাং, তার হাঁটুতে অস্ত্রোপচার হচ্ছে এটা নিশ্চিত। তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। তামিমের অস্ত্রোপচার নিয়ে যখন বিস্তারিত জানতে পারবো, তখন আনষ্ঠানিকভাবে মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে।’ বিসিবি পুরোপুরি নিশ্চয়তা দিতে না পারলেও তামিম ইকবাল নিজেই তার ফেসবুক পেজে অস্ত্রোপচারের কথা জানিয়ে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে ডাক্তার ডেভিড ইয়াংয়ের সাথে একটি ছবিও প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, তামিম হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং পাশে দাঁড়িয়ে ডাক্তার ডেভিড ইয়াং। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান শল্য চিকিৎসক ডেভিড ইয়াংয়ের পরামর্শের ভিত্তিতেই অস্ত্রোপচারের পর তার দ্রুত সুস্থ হয়ে ওঠার শেষে নির্ভর করবে টাইগার ওপেনার ২০১৫ বিশ্বকাপে খেলতে পারবেন, কি পারবেন না।

শেয়ার করুন