বগুড়ার দুপঁচাচিয়া উপজেলা জামায়াতের আমির মুনসুর আলী, সেক্রেটারি মতিউর রহমান ও বগুড়া সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির সুলতান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে বগুড়া শহরের জামিলনগরের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা মোটর সাইকেলযোগে জামিলনগরের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার (বিসার্কেল) উজ্জল কুমার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।