অতীতের সব রেকর্ড ভেঙ্গে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। স্বাধীনতার ৪৩ বছরে এটি সর্বোচ্চ রিজার্ভ । এর আগে দেশে সর্বোচ্চ রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বর্তমানে কেন্দ্রিয় ব্যাংকের এই পরিমাণ রিজার্ভ দিয়ে দেশের ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, যেখানে মাত্র তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মত রিজার্ভ থাকলেই চলে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ছাইদুর রহমান বাসসকে বলেন, রেমিটেন্স প্রবাহ এবং রফতানি আয় বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তি মিশনে কর্মরতদের পাঠানো একটি বড় তহবিলের কারণে রিজার্ভ বেড়েছে। আগামীতেও রিজার্ভ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, রিজার্ভ বৃদ্ধির কারনে মার্কিন ডলারের বিপরীতে টাকা পূর্বের তুলনায় শক্তিশালী অবস্থায় রয়েছে।










