মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীতে তানভীর মোকাম্মেলের নির্মিত প্রামাণ্যচিত্র ও পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। উৎসবে ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘১৯৭১’, সন্ধ্যা ৭টায় ‘জীবনঢুলী’। ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় প্রামাণ্যচিত্র ‘অচিন পাখি’ ও ‘কর্ণফূলীর কান্না’। বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘চিত্রা নদীর পারে’ ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘লালসালু’। ২০ ডিসেম্বর বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘জীবনঢুলী’ ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘লালসালু’। ২১ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘তাজউদ্দীন আহমেদ: নিঃসঙ্গ সারথি’। বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘রাবেয়া’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘লালন’। ২২ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণচিত্র ‘১৯৭১’ এবং সন্ধ্যা ৭টায় ‘জীবনঢুলী’। ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘জাপানী বধূ’ ও কর্ণফূলীর কান্না’। বিকেল ৫টায় ‘লালসালু’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘চিত্রা নদীর পারে’। ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘স্বপ্নভূমি’, বিকেল ৫টায় ‘রাবেয়া’ এবং সন্ধ্যা ৭টায় ‘জীবনঢুলী’।