সীমান্তে বিএসএফ’র গুলি; বাংলাদেশি আহত, আতঙ্ক

0
354
Print Friendly, PDF & Email

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের অতর্কিত গুলিতে আবুল কালাম (৪৫) নামের একজন বাংলাদেশি আহত হয়েছেন। আবুল কালাম পশ্চিম জয়ধরভাঙ্গা এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, বুধবার বিকেলে ভারতীয় সীমান্তের ৭৬৩নং পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ ও ভারতীয় জনগণ দেশীয় অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পশ্চিম জয়ধরভাঙ্গা এলাকার লোকজন কৌতুহলবশত ঘর থেকে বেরিয়ে দেখতে যায়। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বিএসএফের ছোড়া গুলি আবুল কালামের ডানচোখে, বাম হাতে ও মাথায় আঘাত করে। এসময় বিএসএফের ইন্ধনে ভারতীয়রা বাংলাদেশি একটি ইউক্যালিপ্টাস গাছের বাগান কাটতে শুরু করে। এ ঘটনার পর ঐ এলাকার সাধারণ মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। পঞ্চগড় সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নায়মা সারোয়ারী জাহান জানান, সম্ভবত এটি রাবার বুলেট। তবে অসুস্থ আবুল কালাম এখন শঙ্কামুক্ত রয়েছেন। এ ব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক বিএসএফের গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গরু পারাপার অথবা অবৈধ অনুপ্রবেশের কারণে এ পরিস্থিতির সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন