ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারকৃত আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এই মামলার চার্জ শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করা হয়েছে। রোববার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে লতিফ সিদ্দিকীর আইনজীবী জামিন আবেদন এবং চার্জ শুনানির জন্য সময় আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে চার্জ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। আজ লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।











