পাবনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন (৪৫) সদর উপজেলার কোলাদী গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে ও ভাঁড়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে উপজেলার দুবলিয়া বাজারের অগ্রণী ব্যাংকের নীচে একটি চায়ের দোকানে বসে ইকবাল হোসেন চা পান করছিলেন। এসময় ৪/৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ মুহূর্তে হত্যার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।