সাতক্ষীরায় ৯ বছরের শিশুকে ধর্ষণ

0
412
Print Friendly, PDF & Email

সাতক্ষীরায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে আজগর আলী নামে এক যুবক। ওই শিশুকে মারাত্মক জখম অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে এ ঘটনা ঘটে। ধর্ষক আজগর আলী আলিপুর গ্রামের ঢালীপাড়ার আকবর আলীর ছেলে। ওই শিশুর বাবা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আলিপুর ঢালী পাড়ার আকবর আলীর ছেলে আজগর আলী রাত ৯টার দিকে টয়লেটে যাওয়ার পথে মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায় তার মেয়েকে। সেখানে তাকে ধর্ষণ করে আজগর। এ সময় মেয়ের চিৎকারে আমরা ছুটে গেলে আজগর আলী পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজগরকে ধরতে অভিযান চলছে। এছাড়া ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন