বিমান বিধ্বস্তের ঘটনা ‘ভয়াবহ ট্র্যাজেডি’: ওবামা

0
124
Print Friendly, PDF & Email

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২৯৮ আরোহীসহ বিমান বিধ্বস্তের ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন। বিমানটির আরোহীদের মধ্যে কোন মার্কিন নাগরিক ছিলেন কিনা, তা জানতে মার্কিন কর্মকর্তারা অনুসন্ধান চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। ওবামা তার বিবৃতিতে বলেন, রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে একটি ভূপাতিত যাত্রীবাহী জেট বিমান নিয়ে প্রতিবেদন দেখছে বিশ্ববাসী। এটাকে ভয়াবহ ট্র্যাজেডি বলে মন্তব্য করেন তিনি। ওবামা বলেন, বিধ্বস্ত বিমানে কোন মার্কিন আরোহী ছিলেন কিনা, তা নিশ্চিত করাই হবে তার প্রথম কাজ। ওবামা বলেন, আমি আমার জাতীয় নিরাপত্তা টিমকে ইউক্রেন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, কি এবং কেন ঘটেছিল তা নির্ণয়ে যুক্তরাষ্ট্র যে কোন ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, রাষ্ট্র হিসেবে আমাদের চিন্তা-ভাবনা ও প্রার্থনা থাকবে নিহত আরোহীদের পরিবারবর্গের সঙ্গে।

শেয়ার করুন