আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ক্ষমতা দুনিয়ার কারো নেই বলে মন্তব্যে করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহম্মদ নাসিম।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ক্ষমতা দুনিয়ার কারো নেই মন্তব্য করে খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, এর আগে আইয়ুব-ইয়াহিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, পারেনি। আপনার আস্ফালন কাগজে কলমে থেকে যাবে কার্যত কিছুই হবে না।
আওয়ামী লীগকে নিশ্চিহ্নের কথা ভুলে গিয়ে ১৯ সালের নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে দল গোছানোর পরামর্শ দেন তিনি। তবে ১৯ সালের নির্বাচনে আপনার দলের জয়ী হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, নির্বাচিত সরকারকে অপসারণ করার চেষ্টা করে কোন লাভ নেই। অতীতে আমরা করেছি আপনারাও করেছেন কিন্তু তাতে কোন কাজ হয়নি।
বেগম জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। এর দায়ভার আমাদের নয়। ব্রাজিল জার্মানীর কাছ থেকে ৭ গোল খেয়েছে। আপনি যদি আন্দোলন করেন তাহলে আপনিও গোল খাবেন। পরে একূল ওকূল দু’কূল হারাবেন।
এ সময় সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন নাসিম।
সংগঠনের সভাপতি খায়রুল হক সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধরী মায়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।