বিয়ের অজুহাত দিয়ে ২৬ বছরের এক নারীকে বিমানের মধ্যেই ধর্ষণ করেছে আমেরিকান এক পাইলট। দিল্লি পুলিশের কাছে এমন অভিযোগ দিয়েছেন এক নারী।
দিল্লি পুলিশ বলছে, ওই নারী থাকেন দক্ষিণ দিল্লিতে। ওই নারীর অভিযোগ, চার বছর আগে তিনি বিমান বালা হিসেবে কাজ করতেন। তখন ওই পাইলটের সঙ্গে তার বন্ধুত্বের পরিচয় হয়। শিগগির ওই পাইলট তাকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু বিয়ের প্রস্তাব দিয়ে সে শারীরিক সম্পর্কে জড়ায় এবং তিনি গর্ভবতী হয়ে পড়েন।
ওই নারীর আসল বাড়ি পশ্চিমবঙ্গে। তিনি জানান, কিছু সময় ধরে ওই পাইলটের সঙ্গে তিনি বসবাসও করেন। তাদের একটা মেয়েও আছে। মহিলার অভিযোগ, ওই পাইলট গোপনে চাকরিস্থল পরিবর্তন করে সিঙ্গাপুরে চলে গেছে। কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।