গাংনী উপজেলার ওলিনগর এলাকায় ট্রাক ও স্যালোইঞ্জিন চালিত আলগামনের সংঘর্ষের ঘটনায় সোহান (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহান (২৫) গাংনী পৌর সভার বাজারপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
সোহানের বাবা আব্দুল মজিদ তার ছেলে মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন। সোহান গাংনী বাজারের ভেটুলতলা এলাকায় চা বিক্রি করতেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় বাওট গ্রামের সবজি ব্যবসায় ইছাহাক আলী মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া বাওট গ্রামের আবুল কাশেম ও জাবের আলী আহত হন।
গাংনী থানার ওসি (তদন্ত) সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, ঘতক ট্রাকটি উদ্ধার করে গাংনী থানায় নেয়া হয়েছে।