মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলতাব মিয়ার দায়ের কোপে বড় ভাই লুদি মিয়া (৪৫) খুন হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর সদর উপজেলার কাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা বিরোধের জের ধরে সকালে আলতাবের সঙ্গে বড় ভাই লুদির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলতাব ক্ষিপ্ত হয়ে লুদির মাথায় দা দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী থানায় খবর দিয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।