বিএনপির হুমকিতে আ’লীগ বিচলিত নয়

0
203
Print Friendly, PDF & Email

বিএনপির হুমকিতে আওয়ামী লীগ বিচলিত নয় দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আপনি (খালেদা) আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিচ্ছেন। এই ‘হুঙ্কার’ দেওয়া ছাড়া আর কোনো কিছু আছে বলে আমি মনে করি না।

মঙ্গলবার এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা বুঝি ৫ জানুয়ারির নির্বাচনের পর হতাশা থেকে আপনি (খালেদা) আন্দোলনের কথা বলছেন। কর্মীদের চাঙ্গা করতেই আপনার এ পুরোনো প্রথা।

বিগত বিএনপি-জামায়াত জোট শাসনামলের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশ পৃথিবীর জঙ্গি তালিকাভুক্ত রাষ্ট্র হতে হয় খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের কারণে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে কৃষিক্ষেত্রে যে উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে যে উন্নয়ন, স্বাস্থ্যখাতে যে সফলতা তা চলমান থাকলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এতো উন্নয়ন বাদ দিয়ে বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। জঙ্গিবাদের নামে বাংলা ভাই, শায়েখ আবদুর রহমানে ফিরে যেতে চায় না।

ঢাকা মহানগর কৃষক লীগ দক্ষিণের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

শেয়ার করুন