ময়মনসিংহে উপজেলা প্রকৌশলীকে আ’লীগ এমপি’র মারপিট

0
418
Print Friendly, PDF & Email

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের অতিরিক্ত প্রকৌশলী ওয়াহিদুজ্জামানকে বেদম মারপিট করেছেন ময়মনসিংহ-২ তারাকান্দা-ফুলপুর আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শরীফ আহমেদ।

আজ দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের কাছে ওয়াহিদুজ্জামান এমন অভিযোগ করেন।      

ওয়াহিদুজ্জামান জানান, তারাকান্দা উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে এডিপির সেনিটেশন, টিউবওয়েল ও ঈদগাহ মাঠের ইট বিছানোসহ ৪টি প্রকল্পের একটিও বাস্তবায়ন হয়নি। এমনকি সরেজমিনে পরিদর্শন করে এসব প্রকল্পগুলোর কোনও অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি। এ প্রেক্ষিতে তিনি তারাকান্দা উপজেলা পরিষদের বিএনপি দলীয় চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে রিপোর্ট করেন।    

ওয়াহিদুজ্জামান আরো জানান, আমি রিপোর্ট করার পর বরাদ্ধকৃত টাকা চলে যাবে এ আশঙ্কায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নতুন করে প্রকল্প দিয়ে দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। আর এতেই রেগে যান স্থানীয় এমপি।    

তিনি বলেন, গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় এমপি শরীফ আহমেদ আমাকে ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলমগীর হোসেনকে তার শহরের পন্ডিতপাড়া রোডস্থ বাসায় ডাকেন। আমরা সেখানে উপস্থিত হবার পর এ ধরণের রিপোর্ট দেয়ার বিষয়ে এমপি সাহেব আমার কাছে জানতে চান।  

আমি বলেছি, প্রকল্পগুলোর অস্তিত্ব না পাওয়ায় আমি উপজেলা চেয়ারম্যানকে রিপোর্ট দিয়েছি। তাছাড়া স্কীম নির্বাচনের ক্ষমতা তো আর আমার নেই। এ ক্ষমতা উপজেলা চেয়ারম্যান আর ইউএনও স্যারের। এ কথা বলতেই আমার দিকে তেড়ে এসে কিল ঘুষি ও চর থাপ্পড় মারেন এমপি শরীফ।

  ওয়াহিদুজ্জামান আরো বলেন, ‘আমি ছোটখাটো কর্মকর্তা। কিন্তু তিনি এমপি। এ কারণে প্রথমে মুখ খুলিনি। তবে বিষয়টি ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন ও এমপি শরীফ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগড়াযোগ করেও বক্তব্য জানা যায়নি।

তবে তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এ বিষয়ে বলেন, স্থানীয় এমপি’র হাতে উপজেলা প্রকৌশলী নির্যাতনের খবরটি সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি। তবে এ বিষয়ে মোবাইলে কথা বলা ঠিক হবে না বলে জানান তিনি।

শেয়ার করুন