জয়পুরহাট পাঁচবিবি সড়কের পারুলিয়াতে দুই ব্যবসায়ীকে গুলি করে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মামুন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হন। গুরুতর আহত হন নারু মিয়া (৪০) নামের আরেক ব্যবসায়ী। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।