ময়মনসিংহে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

0
421
Print Friendly, PDF & Email

ময়মনসিংহ শহরে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের নাম আবদুল হক ও রায়হাতুননেছা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আকুয়া গরুর খোয়ার এলাকার বাসা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, রাতে দুর্বৃত্তরা আবদুল হকের বাসায় ঢুকে তাকে ও তার স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শেয়ার করুন