জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতার শুনানি আগামী ২৪ জুলাই পর্যন্ত মূলতবি করেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া ওই বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।