সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে চূর্ণ করেছে জার্মানি। গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত ফুটবল খেলেছে দলটি। তবুও জোয়াকিম লোর দলকে হারানো সম্ভব বলে মনে করছেন ইংল্যান্ডের বিখ্যাত গোলরক্ষক পিটার শিলটন। আলজেরিয়া ম্যাচের উদাহরণ দিয়েছেন সাবেক এ গোলরক্ষক।
শিলটন বলেন, ‘ তুখোড় শক্তিধর ফুটবল খেলিয়ে দেশগুলোর মধ্যে পড়ে জার্মানি। ওরা দারুণভাবে তৈরি হয়েই বিশ্বকাপ খেলতে এসেছে। দলে বড় বড় ফুটবলার রয়েছে। ওরা একটা ইউনিট হিসেবে খেলছে। তবে জার্মানি অপরাজেয় নয়। ওদের হারানো সম্ভব। অালজেরিয়ার বিরুদ্ধে ওরা খারাপ ম্যাচ খেলেছে। গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারকে অনেকটা সুইপারের মতো লেগেছে। আর্জেন্টিনা ওদের হারাতে পারে।’
সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জার্মানির বড় জয় প্রসঙ্গে শিলটন বলেন, ‘ ওই ম্যাচটা অনেকটা অনুশীলন ম্যাচের মতো লেগেছে। ডেভিড লুইসকে সেদিন হিরো থেকে জিরোর মতো লেগেছে। গোটা দলটাই খেলতে পারেনি। তবে আর্জেন্টিনা ভাল খেললে ওদের হারাতে পারে।’