মেসিকে আটকাতে ডাচ কৌশল ধার জার্মানির

0
119
Print Friendly, PDF & Email

সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের ডিফেন্ডাররা ভালোভাবেই বেধে রাখতে পেরেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসিকে। ফাইনালে ডাচদের সেই কৌশলই কাজে লাগানোর ঘোষণা দিয়েছে জার্মানি।

দুই যুগ পর জার্মানির শিরোপা স্বপ্নে সবচেয়ে বড় বাধা এই মেসিই। অবশ্য শেষ চারে তাকে বল নিয়ে ডি বক্সেই ঢুকতে দেননি ডাচ ডিফেন্ডাররা। এ থেকেই শিরোপা লড়াইয়ে টানা চারবারের বর্ষসেরা ফুটবলারকে শেকলবন্দী রাখার ছক কষছে জার্মানরা।

জার্মানির সহকারী কোচ হান্সি ফ্লিক জানান, আগের দিন ব্রাজিলকে বিধ্বস্ত করার পর পুরো জার্মান দল ও কোচিং স্টাফরা দেখেন নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচটি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা দেখেছি, নেদারল্যান্ডস কিভাবে মেসিকে আটকে রেখেছে। আর্জেন্টিনার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমাদের একটা পরিকল্পনাও আছে। তবে এখানে আপনাদের আমরা সেটা জানাচ্ছি না।’

শেয়ার করুন