বাংলাদেশি পাসপোর্টসহ ৪ রোহিঙ্গা আটক

0
135
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, মঙ্গলবার রাতে সন্দেহজনক চলাফেরার কারণে তাদের আটক করা হয়। পরে যাচাই করে তারা মিয়ানমার নাগরিক বলে নিশ্চিত হয় পুলিশ।

তারা হলেন- মো. ইসলাম (২৫), তার মা আবেনা খাতুন (৬৭), স্ত্রী সাজান বেগম (২৫) ও মো. মোবারক (২৫)।

গ্রেপ্তাররা সবাই মিয়ানমারের বুচিধং থানার টমবাজারের বাসিন্দা বলে জানান রেলওয়ে পুলিশ কর্মকর্তা ইয়াসিন ফারুক।

মিয়ানমারের এ নাগরিকরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।

রেলওয়ে পুলিশের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে তারা অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠিকানা ব্যবহার পাসপোর্ট নিয়েছেন।”

এরপর বাংলাদেশের পাসপোর্টে ভারতের ভিসা নেন তারা। চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে তাদের ভারতে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

রেলওয়ে থানার এসআই মো. অহিদ জানান, গ্রেপ্তারদের মধ্যে ইসলাম, তার মা আবেনা ও স্ত্রী সাজানের কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে।

আর মোবারক অনেকদিন আগেই মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে সীতাকুণ্ডের ঘোড়ামারা এলাকায় থাকতেন। চট্টগ্রামে বিভিন্ন কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
ইসলাম মোবারকের আত্মীয় জানিয়ে এসআই অহিদ জানান, গ্রেপ্তাররা চট্টগ্রাম এসে মোবারকের বাসায় ছিলেন।

শেয়ার করুন