আর্জেন্টিনা জুড়ে প্রায় লক্ষাধিক মানুষ তাদের প্রিয় দলের খেলা সিনেমা হলে বসে উপভোগ করার দারুন সুযোগ পাচ্ছেন। আগের ম্যাচগুলোর মতই বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচটি বুয়েন্স আয়ার্সসহ আর্জেন্টিনার অন্যান্য শহরের হলগুলোতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
এ সম্পর্কে ন্যাশনাল সিনেমা এন্ড ভিসুয়াল আর্টস ইনস্টিটিউট (আইএনসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় দলের ম্যাচগুলো সম্প্রচারের জন্য তারা ৩৮টি সিনেমা হলকে বরাদ্দ দিয়েছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়ে আর্জেন্টিনা বুধবার সাও পাওলোতে নেদারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ইতালিতে ১৯৯০ সালের বিশ্বকাপের পরে এই প্রথম এই দুই দল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ।
আইএনসিএএ জানিয়েছে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জেতার পরে সিনেমা হলে ম্যাচ দেখানোর প্রক্রিয়াটি তারা চালিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে। হলগুলোতে দর্শকরা বিনামূল্যে খেলা উপভোগের সুযোগ পাচ্ছে।