কুষ্টিয়া প্রতিনিধি : মিরপুরে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবককে পুলিশ আটক করেছে৷ গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কচুবাড়ীয়া নামস্থানে এসআই আব্দুল হালিম, এএসআই বাবলুর রহমান, এএসআই আতিকুজ্জামানের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনীর কিতাব আলীর ছেলে স্থানীয় দৈনিক পত্রিকার রিপোর্টার আব্দুল বারেক (৩২) ও যুগিয়া গ্রামের মন্টুর ছেলে মুন্না ওরফে মনিরকে (২৮) ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে৷ এ ব্যাপারে স্থানীয় থানায় বিশেষ ৰমতা আইনে একটি মামলা হয়েছে৷