নওগাঁয় ভাইয়ের হাতে ভাই খুন

0
442
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে৷ নিহতের নাম ভরত চন্দ্র মন্ডল (৩০)৷ সে
ওই গ্রামের মৃত কেরম্ন চন্দ্র মন্ডলের ছেলে৷
মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দীন জানান, জমি-জমা সংক্রানত্ম পূর্ব শত্রম্নতার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ভাইয়ের ঝগড়া-ঝাটির এক পর্যায়ে ওই গ্রামের মৃত কেরম্ন চন্দ্র মন্ডলের বড় ছেলে খেতু চন্দ্র মন্ডল চাকু দিয়ে তার ছোট ভাই ভরত চন্দ্র মন্ডলের পেটে ঢুকিয়ে দেয়৷ সাথে সাথে তাকে সদর হাসপাতালে নেয়ার পথে ভরত মারা যায়৷ থানায় মামলা দায়ের হয়েছে৷ ঘটনার পর থেকে গতকাল শুক্রবার পর্যনত্ম খেতু পলাতক রয়েছে৷ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷#

শেয়ার করুন