নওগাঁ প্রতিনিধি: “অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ নওগাঁয় জাতীয় মত্স সপ্তাহ পালিত হয়েছে৷ বুধবার সকালে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়৷ র্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন. জেলা প্রশাসক মো. এনামুল হক৷ জেলা প্রশাসন ও জেলা মত্স অধিদপ্তর এর আয়োজন করে৷ জেলা মত্স কর্মকর্তা মোহা. ওবাইদুলস্ন্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা শামীমা নাহার, জেলা মত্স অধিদপ্তরের সহকারী পরিচালক নিরঞ্জন কুন্ডু দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী নান্নু, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম হাসিনা আকতার, ভাইস চেয়ারম্যান এ্যাড. আবু সায়েম ও শবনম মোস্তারী কলি, সফল মত্স চাষী সাইদুর রহমান, মাছ বাজার সমিতির সভাপতি বাবলু বেগ, মত্সজীবি আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন৷ পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন৷#