মৌলভীবাজারে সংঘর্ষে বৃদ্ধকে গলা কেটে হত্যা

0
338
Print Friendly, PDF & Email

মৌলভীবাজারের রাজনগরে রাস্তা কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম রবীন্দ্র ঘোষ (৬২)।  রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে উপজেলার পাঁচগাও ইউনিয়নের কুপঝাড় গ্রামের হিমাংশু গং ও একই গ্রামের রবীন্দ্র ঘোষের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাধ চলছে। রোববার রাত ২টায় হিমাংশু গংরা রাস্তা কাটতে গেলে রবীন্দ্র ঘোষের পরিবার বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের একজন দা দিয়ে রবীন্দ্র ঘোষের গলা কেটে সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবীন্দ্র ঘোষের মৃত্যু হয়।
রাজনগর থানার ওসি নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন