পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী মুকুলকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হযরত আলী (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুকুল হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের শিকার আলীর ছেলে। তিনি স্থানীয় আনোয়ারা কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, রাতে বাজার থেকে মোটরসাইকেল-যোগে বাড়ি ফিরছিলেন মোসাদ্দেক ও তার সহকর্মী হযরত আলী। পথে বাড়ির অদূরে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে মুকুলের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আহত হযরতকে সিরাজগঞ্জের এনায়েত-পুর হাসপাতালে ভর্তি করা হয়।ওসি আরও জানান, সোমবার সকাল ৮টার দিকে নিহতের ভাই আবদুস ছাত্তার মোল্লা বাদী হয়ে নয়জনকে আসামি করে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একই গ্রামের মাজেম মোল্লা (৫৫) ও মানিক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।পারিবারিক শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।