ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকায় বাস উল্টে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
গোড়াই প্রস্তাবিত হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) যোবাইদুল আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার লৌহজং ফিলিং স্টেশনের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের অজ্ঞাত পরিচয়ের এক নারী (আনুমানিক বয়স ৩২) যাত্রী মারা য়ায়। ১০ জন আহত হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।