মোটর শ্রমিকদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে আকস্মিকভাবে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনয়ন। জেলাগুলো হলো: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে রংপুরের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের যোগাযোগব্যবস্থা। বাসের সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে মালবাহী ট্রাক, ট্যাংকলরি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা