রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এদের মধ্যে বিএনপি-জামায়াতের রয়েছেন ১১ জন কর্মী আর বাকীরা চুরি, ডাকাতি, হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি।
রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে আটককৃতদের হাজতে প্রেরণ করা হবে।