ওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভারতীয় সীমানত্ম এলাকা থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের লৰী নারায়নের একটি যুগল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি৷ গতকাল শনিবার ভোর রাতে উপজেলার চৌরা কসবা এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় যুগল মূর্তিটি উদ্ধার করা হয়৷
নওগাঁ ৪৩-বর্ডার গার্ড ব্যাটলিয়নের (বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মুজিবুল হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার চৌরা কসবা স্থান থেকে মূর্তি ভারতে পাচার করার উদ্দেশে একটি মূল্যবান মূর্তি আনা হয়েছে৷ এমন তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার সুজাউদ দৌলার নেতৃত্বে একদল সদস্য নিয়ে অভিযান চলানো হয়৷ বিজিবির উপস্থিত পেয়ে পাচারকারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়৷ পরে পরিত্যক্ত অবস্থায় লৰী নারায়নের ১৭ কেজি ১শ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়৷ যার আনুমানিক মূল্য ১৭ লাখ ১০ হাজার টাকা৷ এ ঘটনার সংবাদ পেয়ে শনিবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক নওগাঁস্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নে এসে মূর্তিটি দেখেছেন৷#