চাটমোহর পৌরসভার দুটি পদের উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত যুগ্ম সম্পাদক স্বতন্ত্র ও দলীয় বিদ্রোহী মির্জা রেজাউল করিম দুলাল মেয়র পদে বিজয়ী হয়েছে। এছাড়া উপজেলা মহিলাদল নেত্রী ইয়াসমিন আরা বুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।Pabna-Chatmohor-Meyor-Counsilor-650
শনিবার সন্ধ্যা ৬টায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শফিকুল ইসলাম ৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে বিজয়ী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল তার আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭৬৯ ভোট।
এছাড়া অপর তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক তালা প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সদস্য তারা মিয়া দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট এবং ছাত্রদল নেতা মনির উদ্দিন মনি চশমা প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট।
অপরদিকে, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে বিজয়ী উপজেলা মহিলাদলের সহ-সভাপতি ইয়াসমিন আরা বুরী কলস প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৯৪ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একইদলের নেত্রী পিয়ানুর বিশ্বাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৫ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে নির্বাচন ঘিরে পৌরবাসীর মধ্যে ছিল না নির্বাচনী আমেজ। ভোটারদের মধ্যেও তেমন উৎসাহ দেখা যায়নি। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল কম।
পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯২০ জন এবং নারীলা ভোটার ৫ হাজার ৪২ জন। ভোট সংগ্রহের হার শতকরা ৬৮ ভাগ।
অপরদিকে ৯টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন ছিল। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা উপজেলা চেয়ারম্যান এবং ১,২,৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে পদ দুটি শূন্য হয়। গত ১০ জুন এ দুটি পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।