পাবনার চাটমোহর উপজেলার পৌরসভার দু’টি পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
আজ শনিবার ৯ ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
পৌরসভার মেয়র পদে ৫ জন এবং একটি মহিলা কাউন্সিলর পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবগুলো কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৯৬২ জন।
সকালে ভোটগ্রহণ শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি।