পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২০১৪-১৫ আর্থিক বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় দেখানো হয়েছে ৬০ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৩৪৪ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৫৯ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ২০২ দুইশত দুই টাকা।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় পৌরসভা হলরুমে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাজী আ. ওহাব খলিফা।
পৌর মেয়র হাজী আ. ওহাব খলিফা সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান। সাংবাদিক সোহাগ রহমান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক, সহকারী প্রকৌশলী সোলায়মান। অনুষ্ঠান পরিচালনা করেন গলাচিপা পৌরসভার সচিব মো. সাইফুর রহমান।