চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে গ্রেফতার ৬

0
321
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গায় পুলিশ-বিজিবি বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবাসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, আবুল কালাম (৩২), হায়দার আলী (৩৫), রবিউল ইসলাম (৩০), আলম (৩৭), আব্দুল মান্নান (৪০) এবং মাসক ব্যবসায়ী রাজু (৩০)।

জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার তরশ্রীরামপুর গ্রামে ১৯৬ বোতল ভারতীয় মদ-হিরোইনসহ রাজুকে আটক করা হয়।

অপরদিকে জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে অন্য ৫ জনকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এসএম মনিরুজ্জামান ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

আটককৃতদের বিরুদ্ধে থানায় জিআর ও সিআর মামলা আছে।

শেয়ার করুন