চট্টগ্রাম বন্দরের কাছে কর্ণফুলী নদীর মোহনায় এমভি সুন্দরবন নামের একটি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে একটি বিদেশী জাহাজ থেকে পণ্যবোঝাই করে বন্দরে প্রবেশ করার সময় জাহাজটি ডুবে যায়।
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ডুবে যাওয়ার সময় জাহাজটিতে প্রায় ৩০ জন শ্রমিক ও নাবিক ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।