নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়ির চালক মো. জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুমিল্লার চান্দিনা পৌরসভার বেলাশ্বরে জুবায়েরের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দিনা থানার পুলিশ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক মাস ধরে জুবায়ের তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। নারায়ণগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে নিতে চান্দিনা আসছে।